মেঘ-পাহাড়ের ইশতেহার

এক আকাশ বৃষ্টি মাথায় নিয়ে খালি পেটে চেরাপুঞ্জীর পথে রওনা হবার পর আমরা আবিষ্কার করলাম— ক্ষুধা ব্যাপারটি হয়তো আপেক্ষিক কিন্তু চা সত্যিই পরম। আমাদের ড্রাইভার রামজী জানালেন— যাবার পথেই চমত্কার খাবার দোকান আছে আর সে দোকানের সামনে পৌঁছে আমরা বুঝলাম— খাবার হোক যেনতেন, চা হোক ভালো। দোকানের মালিকের নাম সুনীল; শুনে আমার মনে হলো— প্রকৃতির…

রেইনকোটে মোড়া আকাশ

মনে হয়, এ যেনো বৃষ্টির সংসারে হঠাৎ পদার্পন। এমন হয় না মাঝে মাঝে, চলতি পথে হঠাৎ কোনো পরিচিত মুখের সঙ্গে দেখা- বলা নেই কওয়া নেই, ধুম করে সে নেমন্তন্ন করে বসে। তখন তার সংসারে গিয়ে হাজির হতে হয়। এমনই হলো। শিলং এসে প্রথমদিনই বৃষ্টির বেশ গোছানো সংসারের অতিথি হলাম। গোটা আকাশ মেঘের চাদরে মুড়ি দেয়া…